ধামইরহাটে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা

আবুল বয়ান, ধামইরহাট প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) এসএসসি জেনারেল শাখার ইংরেজি ১ম পত্র ও মাদরাসার দাখিল শাখার আরবি ২য় পত্র পরীক্ষায় বিষয়ে পরীক্ষা হয়।
ধামইরহাট উপজেলা প্রশাসনের কড়া নির্দেশনা ও সতর্কতায় সুষ্ঠু ও সু-শৃঙ্খল ভাবে গত ১৫ ফেব্রুয়ারি ১ম দিনের পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার। বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করে পরীক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি।
কেন্দ্র সচিবগণ যথাক্রমে অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যক্ষ ইলিয়াস আলম, এস এম খেলাল ই রব্বানী, আব্দুর রহমান ও মোছা. ছাবিহা ইয়াছমিন জানান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৫৩ জন, বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৩ জন, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৯৩ জন, জগদল আদিবাসী স্কুল ও কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখার ১১০ জনের মধ্যে ১০৫ জন এবং একমাত্র মাদরাসা কেন্দ্র ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসায় ১ম দিনের পরীক্ষায় ৫১০ জনের মধ্যে ৪৮৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন জানান, সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও প্রতিটি কেন্দ্রে পৃথক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।