সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লায় ১৭ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেটকার ও চালকসহ এক ডাক্তারকে আটক করেছে ডিবি পুুলিশ।
চট্টগ্রাম থেকে ঢাকায় প্রাইভেটকার যোগে অর্ধকোটি টাকার মূল্যের ইয়াবা পাচার কালে কুমিল্লার দাউদকান্দি থেকে ডাক্তার রেজাউল হক (৪৫) ও তার চালক ধুলু মিয়া ফরাজী (৩৬) কে আটক করে করেছে ডিবি পুলিশ। আটক ডাক্তার কুমিল্লা দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকার সামছুল হকের ছেলে।
ইয়াবাসহ আটক ডাক্তার রেজাউল হক ঢাকা উত্তরার একটি হাসপাতালের নিয়মিত চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দ পুলিশ। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, চট্টগ্রামের লোহাগড়া থেকে প্রাইভেটকারে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাচ্ছে এমন তথ্য ছিল আমাদের কাছে।
তিনি জানান, এ সংবাদ পাওয়ার পর কুমিল্লার গোয়েন্দা পুলিশ দাউদকান্দি টোল-প্লাজায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক প্রাইভেটকারটি দাউদকান্দি টোল-প্লাজায় পৌঁছলে পুলিশ আটক করে তল্লাশি করে। গাড়িটির ভেতরে পা রাখার স্থানে দুটি ব্যাগ থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৫১ লাখ টাকা।
গ্রেপ্তার ডাক্তার রেজাউল হক ঢাকা উত্তরায় অবস্থিত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নিয়মিত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব থানায় আরো একটি মাদক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক রেজাউল হক।