sliderস্থানিয়

ঝিনাইগাতীর  মহারশি নদীতে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।

বক্তাগণ বলেন, বারবার আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় মহারশী নদীর দুই পাড়ে কেবল ঘষামাজা কাজ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে একমাত্র টেকসই সমাধান।

মানবনন্ধন শেষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল এর নিকট স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারিগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button