
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্ধ চরম আকার ধারণ করেছে। মনোনয়নপ্রত্যাশী দুই প্রার্থী সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হামলা ও পাল্টা অভিযোগ ঘিরে রোববার (১২ই অক্টোবর) দুই পক্ষ পৃথক সংবাদ সম্মেলন করেছে।
দুপুর ১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন গোলাম আজম সৈকত। তিনি অভিযোগ করে বলেন, “১১ অক্টোবর রাত ১২টার দিকে রাজাপুর উপজেলার পুটিয়াখালির মিরের হাট সোনালী মোড়ে রফিকুল ইসলাম জামালের অনুসারীরা তার গাড়িবহরে হামলা চালায়। এতে শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা ও রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন এবং একটি হাইয়েস মাইক্রোবাস ভাঙচুর করা হয়।”
তিনি আরও বলেন, “আমরা তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলাম। আমাদের ক্রমবর্ধমান জনসমর্থন কিছু পক্ষ সহ্য করতে পারছে না। রফিকুল ইসলাম জামাল বহিষ্কৃত বিএনপি নেতা নাসিম আকনকে সঙ্গে নিয়ে দলবিরোধী কর্মকান্ড পরিচালনা করছেন, যা দলের নীতিবিরোধী।” এ সময় তিনি হামলাকারীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে একই দিন দুপুরে জেলার রাজাপুর উপজেলার বাঘরী এলাকায় বহিষ্কৃত নেতা নাসিম উদ্দিন আকনের বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন,“আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। গোলাম আজম সৈকত ও তার ভাইয়েরা রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তি। তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে অতীতে নানা অপকর্মে জড়িত ছিলেন। আমার কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।”




