sliderশিক্ষাশিরোনাম

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০, জিপিএ-৫ ৭৮,৪২৯

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৭২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৪.১০ শতাংশ, সিলেট বোর্ডে ৯২.৭৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৮.৮০ শতাংশ, যশোর বোর্ডে ৯১.০৮ শতাংশ, দিনাজপুর ৮৩.৯২ শতাংশ, ময়মনসিংহ ৮৭.২১ শতাংশ, চট্টগ্রাম ৮২.৯৩ শতাংশ, বরিশালে ৯৭.০৫ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৯.৭৭ শতাংশ।
এবার জেএসসিতে পাসের হার বেড়েছে ২.০৭ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪। ৫ হাজার ২৪৩টি প্রতিষ্ঠানে এবার শতভাগ পাস করেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ড, পিছিয়ে দিনাজপুর বোর্ড।
এর আগে গণভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
গত ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় সারাদেশে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী শিক্ষার্থী অংশ নিয়েছে। অন্যদিকে, একই সময় অনুষ্ঠিত হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ শিক্ষার্থী অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Back to top button