sliderজাতীয়শিরোনাম

জাতীয় স্মৃতিসৌধে লাল সবুজের মিলনমেলা

লাল সবুজের পোশাক। হাতে হাতে জাতীয় পতাকা আর ফুল। মুখে বিজয়ের গান। মহান মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতি ভিড় করছেন হাজারো মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এই জনস্রোত।
এর আগে আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধান ফটক খুলে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য।
বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনের পাশাপাশি নানা পেশা ও বয়সের লোকজন শ্রদ্ধা জানাতে আসছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। মুখে বিজয়ের গান আর নানা শ্লোগানে মুখরিত স্মৃতি সৌধ এলাকা।
বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিস্ঠান নিজ নিজ ব্যানার নিয়ে আসছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button