রাজনীতি

জঙ্গী হামলা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সরকার-বাম মোর্চা

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বর্বরোচিত জঙ্গী হামলা দমনে ব্যর্থ হবার পাশাপাশি সরকার এটাকে নিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ।
রোববার তোপখানা রোডস্থ নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বাম মোর্চার নেতারা। বাম মোর্চার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী এতে লিখিত বক্তব্য পাঠ করেন। গুলশানে রেস্টুরেন্টে ও শোলাকিয়ায় ঈদ জামাত সংলগ্ন এলাকায় বর্বরোচিত জঙ্গী হামলা প্রসঙ্গে বক্তব্য তুলে ধরতে এবং বর্তমান পরিস্থিতিতে করণীয় ও কর্মসূচী ঘোষণা করতে গণতান্ত্রিক বাম মোর্চার আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, ‘সরকার ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে গণতান্ত্রিক নীতি আদর্শ, মূল্যবোধ-সংস্কৃতিসহ ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। গণতান্ত্রিক অধিকারহীন দমনমূলক শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতিতে চক্রান্ত-ষড়যন্ত্রের শক্তি যেমন লাভবান হয়, তেমনি অগণতান্ত্রিক ফ্যাসিবাদি মৌলবাদী শক্তির তৎপরতার জমিন প্রশস্ত হয়।’ নেতৃবৃন্দ গুলশানে কূটনৈতিক পাড়ায় একটি রেস্টুরেন্টে আইএস নামধারী সন্ত্রাসীদের হাতে বিদেশী নাগরিক ও পুলিশসহ ২২ জন মানুষ নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় ধিক্কার ও শোক প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘রেস্টুরেন্টে খেতে যাওয়া নিরীহ মানুষকে যারা জবাই করতে পারে তারা মানবতার শত্রু।
তারা বলেন, ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে সকলকে আজ সোচ্চার হতে হবে।” তবে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ‘সুরক্ষিত ক’টনৈতিক এলাকায় বিপুল অস্ত্র-বোমাসহ সন্ত্রাসীদের অনুপ্রবেশ প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলার অবনতি ও জনগণের নিরাপত্তাহীনতা প্রকটরূপ ধারণ করেছে।
সরকার পুলিশকে দলীয়করণ করে বিরোধী দমনে ব্যস্ত। গুপ্তহত্যাকে তারা সব সময় ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দেখাতে চেয়েছে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের কাজে লাগাতে চেয়েছে। এই সুযোগে ধর্মীয় জঙ্গীবাদী শক্তি আজ মহীরুহ হয়ে দেখা দিয়েছে।
এতে অন্যদের মধ্যে সাইফুল হক, মোশরেফা মিশু, অধ্যাপক আবদুস সাত্তার, ইয়াসিন মিয়া, সন্তোষ গুপ্ত, মোশাররফ হোসেন নান্নু, হামিদুল হক প্রমুখ বাম মোর্চার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button