
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মান জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন ও জনসেবায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে জনগণ আরও উন্নত ও মানসম্মত সেবা পাবে।
এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে স্থানীয় সমস্যা,উন্নয়ন অগ্রাধিকার ও জনসেবামুখী নানা বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং মুক্ত, দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




