sliderস্থানিয়

চরবাসীর উন্নয়নে কাজ করতে চাই–এসএ জিন্নাহ কবির

কাউছার আহমেদ দৌলতপুর প্রতিনিধি: বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রচারণা সভায় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটি সদস্য এসএ জিন্নাহ কবির।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার চরকাটারী বাজারে প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএ জিন্নাহ কবির বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই। দলথেকে প্রাথমিক ভাবে আমাকে নির্বাচিত করেছে। আমাকে যদি আপনারদের উন্নয়ন কাজ করায় সুযোগ দেন তাহলে চরবাসীর নদী ভাঙ্গন রোদে বাধ নির্মান করে ভাঙ্গন রোধ করবো।

এসময় তিনি আরও বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের কাঠামো সংস্কার করা হবে। শিক্ষিত যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস,জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউসুফ আলী,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মো. রবিন আহমেদ সামান সহ বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button