গেজেটভুক্ত সনদের দাবীতে মানিকগঞ্জের শিক্ষানবীশ আইনজীবীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি : করোনাকালীন সময়ে বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত এবং মৌখিক( ভাইবা) পরীক্ষা ছাড়া গেজেটভুক্ত সনদের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষানবীশ আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরের দিকে শহরের শহীদ রফিক সড়কে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। আধাঘন্টাব্যাপী কর্মসূচীচলাকালে বক্তব্য রাখেন রোমেজা আক্তার মাহিন, জিন্নাহ খান, উদ্ধব চন্দ্র সরকার, সায়েদুর রহমান, আব্দুল খালেক সোলায়মান কবীর ও জুলিয়াস সিজারসহ শিক্ষানবীশ আইনজীবীরা।
তাঁরা বলেন, প্রতি ৬ মাস পর পর বার কাউন্সিল আইনজীবী সনদের পরীক্ষা হওয়ার নিয়ম থাকলে পরীক্ষা নেওয়া হচ্ছে ২/৩ বছর পর পর। এতে করে পড়াশুনা শেষ করে আর্থিক সংকটের অত্যন্ত মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। সবশেষ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষা হলেও এখন পর্যন্ত লিখিত পরীক্ষার কোন দিন তারিখ ঠিক হয়নি। তাই এই করোনাকালীন সময়ে ২০১৭ এবং ২০২০ সালের বার কাউন্সিল এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত এবং ভাইভা পরীক্ষা ছাড়াই গেজেটভুক্ত সনদের দাবি জানান তারা।
এর আগে সকাল ১১টার দিকে জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছে প্রধানমন্ত্রী বরাবর করা স্মারকলিপিটি হস্তান্তর করেন।