ক্যানসাসের বারে বন্দুকধারীদের হামলায় নিহত ৪
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের একটি বারে বন্দুকধারীদের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। রবিবার স্থানীয় সময় ভোররাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটেছে। ক্যানসাস পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা এপি।
ক্যানকাস সিটি পুলিশ রবিবার এক টুইট বার্তায় জানায়, বন্দুকধারীরা বারে ঢুকেই গুলি শুরু করে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও ৫ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
থমাস টমাসিক নামে পুলিশের একজন কর্মকর্তা বলেন, শহরের টাকিলা কেসি বারে এ হামলার ঘটনাটি ঘটেছে। এসময় ছোট সেই বারটিতে প্রায় ৪০ জন মানুষ ছিলেন। দুজন ব্যক্তি হঠাৎ অন্য কয়েকজনের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উত্তেজিত ওই দুই ব্যক্তি পরে বার থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ বাদে তার দুটো হাতবন্দুক নিয়ে আবার ফিরে এসে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করেন।
হামলাকারী ওই দুই ব্যক্তিকে এখনও গ্রেফতারে সমর্থ হয়নি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে ক্যানসাস জুড়ে। একইসঙ্গে বারের আশপাশের এলাকাতে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে সিটি পুলিশ।