sliderস্থানীয়

কুড়িগ্রামের উলিপুরে মানুষের সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরার উদ্বোধন

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ শুক্রবার (১৪ জুন) ২০২৪ বিকালে পৌর শহরের গবার মোড়ে জেলা পুলিশের আয়োজন ও বণিক সমিতির সার্বিক সহযোগিতায় সিসি ক্যামেরার উদ্বোধন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স) পংকজ চন্দ্র রায়, পিপিএম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।

এ সময় উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম পিপিএম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক স ম আল মামুন সবুজ, বণিক সমিতির সহ-সভাপতি ইকবাল হোসেন চাঁদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, বণিক সমিতির সাধারন সম্পাদক মঈনুল হোসেন মন্ডল দুলু, সহ-সভাপতি আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতিম মজুমদার পাখি, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলম, বাণিজ্য সম্পাদক মনির হোসেন মনা মোল্লা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সহধর্মিণী কাবেরি প্রসাদ পান্ডে, প্রেসক্লাব উলিপুর’র আহবায়ক লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।

উল্লেখ্য, উলিপুর পৌর শহরের ৩২টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাক্রমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button