করোনা : ব্রাজিলে একদিনে রেকর্ড ১৩ হাজার ৯৪৪ জন আক্রান্ত
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে রেকর্ড ১৩ হাজার ৯৪৪ জন আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৯১৮ জন। মারা গেছেন ১৩ হাজার ৯৩৩ জন।
এদিকে করোনা প্রকোপ বাড়লেও প্রেসিডেন্ট জাইর বলসোনারো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর সাও পাওলোর লকডাউন তুলে নেয়ার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, সাও পাওলোর ভবিষ্যত একজন নির্ধারণ করছে। সাও পাওলো ব্রাজিলের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ শহর উল্লেখ করে বলসোনারো বলেন, সম্মান রেখেই সরকারকে আপনাদের বলতে হবে কঠিনভাবে খেলুন। কারণ এটি অনেক গুরুতর বিষয়। ব্রাজিল ঝুঁকিতে রয়েছে।