sliderস্থানীয়

কটিয়াদীতে ভাতিজার হাতে চাচা খুন, গ্রেপ্তার ৫

রতন ঘোষ, কটিয়াদীর প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চর বেতাল গ্রামে ভাতিজার হাতে চাচা মতিউর রহমান বাদশাকে (৬২) খুনের অভিযোগে মডেল থানার পুলিশ পাঁচজনকে আটক করেছে। মৃত মতিউর রহমান বাদশা কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের চর বেতাল গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায় নিহত মতিউর রহমান বাদশার সঙ্গে তার চাচাতো ভাতিজা ইসমাইলের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরুদ্ধে চলে আসছিল। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে মতিউর রহমান বাদশা তার ছেলের নতুন বাড়িতে উঠার পর, পূর্ব পরিকল্পিতভাবে তার ভাতিজা ইসমাইল সহ বাড়ির অন্যান্য লোকজন মিলে মতিউর রহমান বাদশা কে টেটা (বল্লম) দিয়ে আঘাত করলে বল্লমের আছার (বাট) ভেঙ্গে টেটা মতিউর রহমান বাদশার বুকে আটকে যায়। এ সময় এলাকার লোকজন মতিউর রহমান বাদশা কে তার প্রতিপক্ষের হাত থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে জরুরী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমান বাদশা শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কটিয়াদীর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের ব্যাপারে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে মামলা রজু করা হবে এবং হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

Related Articles

Leave a Reply

Back to top button