sliderস্থানীয়

উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন- হুইপ আতিক

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়ন আ’লীগের উদ‍্যোগে বর্তমান সরকারের সাফল্য ও শেরপুর সদর-১ আসনের উন্নয়ন সংক্রান্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর রবিবার বিকেলে চরপক্ষিমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সভাপতি,জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
এসময় বিএনপি-জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে আবারো নৌকায় ভোট দিতে শেরপুরবাসীর প্রতি আহ্বান জানান হুইপ আতিক।চরপক্ষিমারী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব আকবর আলী চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল,জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও প‍্যানেল মেয়র নজরুল ইসলাম,শহর আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ প্রমূখ।এসময় অন‍্যান‍্যদের মধ্যে জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শহর আ’লীগের সভাপতি বাবু প্রকাশ দত্ত সহ জেলা-উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মি উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button