sliderবিনোদন

আয়নাবাজি সিরিজে সোহানা সাবা

একই সময়ে টানা তিনিটি চ্যানেলে ঈদের দিন থেকে প্রচার হয়ে আসছে আয়নাবাজি সিরিয়ালের বিশেষ নাটক। এরই মধ্যে চারটি নাটক প্রচার হয়েছে। আয়নাবাজি সিরিজের পঞ্চম নাটক ‘মুুখোমুখি’। এটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রাভিনেত্রী সোহানা সাবা। এই নাটকে অভিনয়ের সময়ই নাটকটির গল্প, নির্মাণ এবং তার চরিত্র নিয়ে দারুণভাবে আশাবাদী ছিলেন। তাই কাজটি নিয়ে তার ঈদের অন্যান্য কাজের চেয়ে অনেক বেশি আশাবাদী তিনি। সাবার ভাষায় সাম্প্রতিক সময়ে করা এটি তার অন্যতম একটি ভালো কাজ। তাই এই নাটকটি দেখার জন্য দর্শককে বিশেষভাবে অনুরোধও করেছেন তিনি।
সোহানা সাবা বলেন, ‘রবিউল আলম রবির নির্দেশনায় কাজটি করে আমার খুবই ভালোলেগেছে। দর্শক এই নাটকে আমার অভিনয়ের নতুন একটা জার্নি দেখতে পাবেন। দর্শক দেখলেই বুঝবেন নাটকটি কত ভালো হয়েছে।’
নাটকটিতে সোহানা সাবার বিপরীতে অভিনয় করেছেন জন কবির। এ দিকে ঈদের দিন দীপ্ত টিভিতে আলভী আহমেদের নির্দেশনায় সোহানা সাবা অভিনীত ‘বাবুগিরি’ নাটকটি প্রচার হয়। এতেও সাবার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এসএ টিভিতে প্রচার হবে সাবা অভিনীত ‘আমি উড়তে চাই’ নাটকটি। এতে তার বিপরীতে আছেন সজল। সোহানা সাবা অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচারিত ‘খেলাঘর’।
এ দিকে এরই মধ্যে হরনাথ চক্রবর্তীর নির্দেশনায় কলকাতার চলচ্চিত্র ‘এপার ওপার’র কাজ প্রায় শেষ করেছেন তিনি। গেল মাসে তিনি কলকাতা শুরু করেছেন সুদীপ্ত সিংহ রায়ের নির্দেশনায় নাম ঠিক না হওয়া নতুন আরেকটি চলচ্চিত্রের কাজ। ২০০৬ সালে কবরী অভিনীত ‘আয়না’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে সাবার সম্পৃক্ততা ঘটে। এরপর তিনি ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘বৃহন্নলা’ চলচ্চিত্রে অভিনয় করেন। কলকাতায় তিনি প্রথম অয়ন চক্রবর্তীর নির্দেশনায় ‘ষড়রিপু’ চলচ্চিত্রে অভিনয় করেন। একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবেও দর্শকের কাছে সাবার একটি বিশেষ অবস্থানও তৈরি হয়েছে। আর তা নিয়ে বেশ খুশি সোহানা সাবা।
চলতি মাসেই তিনি আবার নতুন চলচ্চিত্রের শুটিংয়ে কলকাতা যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button