
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: আলফাডাঙ্গায়,“ডা. জাহিদুল ইসলাম নামে একজন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে প্রশাসন। যিনি দীর্ঘ ১৫ বছর ধরে ডা.পরিচয়ে রোগী দেখছিলেন—অবশেষে সাংবাদিকদের অনুসন্ধানে ধরা পড়লেন।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে পৌরসভার পুরাতন পরিবহন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ভুয়া চিকিৎসক জাহিদুল ইসলাম (৩০)কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে. এম. রায়হানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের মৃত লুলু শেখের ছেলে। তিনি পুরাতন বাস স্ট্যান্ড জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসের সামনে ভাড়া ঘরে ‘চেম্বার’ খুলে পাইলস ও পলিপাস চিকিৎসার নামে রোগী দেখতেন। স্থানীয়দের অভিযোগ—তিনি শুধু আলফাডাঙ্গায় নয়, পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও চেম্বার খুলে “ডাক্তার জাহিদ” পরিচয়ে চিকিৎসা দিতেন।
ঘটনার সূত্রপাত হয়, স্থানীয়রা বিষয়টি জানায় খবর পেয়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে জাহিদুল প্রথমে দৌড়ে পালিয়ে যায়। পরে সাংবাদিকরা নিজেদের পরিচয় দিলে ফিরে এসে ‘ম্যানেজ’ করার চেষ্টা করে।
সাংবাদিকদের অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায়, তার কোনো চিকিৎসা ডিগ্রি নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে সাংবাদিক আপেল মাহমুদ ফোনে জানান সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রায়হানুর রহমানকে। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কাগজপত্র যাচাই করে প্রতারণার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেয়।
সহকারী কমিশনার (ভূমি) এ.কে. এম. রায়হানুর রহমান বলেন, “একজন ভুয়া চিকিৎসক মানুষের জীবন নিয়ে খেলা করছিলেন—এটা ভয়ংকর প্রতারণা। সাংবাদিকদের ভূমিকার কারণেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। কাউকে সুপারিশে ছাড় দেওয়া হবে না।”
অভিযানের সময় জাহিদুলের কাছ থেকে প্রেসক্রিপশন প্যাড, ওষুধের নমুনা ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়,
স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে।




