sliderস্থানীয়

অসুস্থ বাবাকে দেখতে বেরিয়ে নিখোঁজ মেয়ে

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের ঘিওরে হাসপাতালে ভর্তি অসুস্থ বাবাকে দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে ইসরাত জাহান (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন মেয়ে। সন্ধান চেয়ে গতকাল বুধবার বিকেলে ঘিওর থানায় লিখিত ডায়রী করেছেন তার বড় বোন জাকিয়া সুলতানা। ইসরাত কিছুটা মানসিক ভারসাম্যহীন এবং বাক প্রতিবন্ধী।
অস্ফুটস্বরে সে দুএকটি শব্দ উচ্চারন করতে পারে। তার বাড়ি ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রামে।

থানায় দেয়া অভিযোগ এবং নিখোঁজ ইসরাতের পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত রবিবার (২৭ আগস্ট) ভর্তি হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীর রয়েছেন উপজেলার হিজুলিয়া গ্রামের মাওলানা মোঃ জুবায়ের হোসেন। জুবায়ের হোসেনের ৫ সন্তানের ৩য় কন্যা ইসরাত। মাতৃহারা শারিরীক প্রতিবন্ধী মেয়ের দেখাশোনা, খাওয়া দাওয়া করাতেন জুবায়ের। বাবাকে একদিন না দেখে সে অস্ফুট স্বরে শুধু বাবা বাবা বলে এদিক ওদিক ছোটাছুটি আর কান্নাকাটি করতে থাকে। বাবা হাসপাতালে ভর্তি আছে। বাবাকে দেখতে গত সোমবার সকালে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে সে বাড়ি থেকে বের হয়।
কিন্তু সে হাসপাতালে পৌছায় নি, এমনকি আর বাড়িও ফেরে নি।

ইসরাতের বড় বোন জাকিয়া সুলতানা বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছি। আমার ওই বোন ছিল বাবার নয়নের মনি। আমরা সবাই ওকে অনেক আদর করি। ও হারিয়ে গেছে শুনে হাসপাতালের বেডে অঝোড়ে কাঁদছে বাবা। আমার ওই বোনের পরনে ছিল কফি কালার বোরকা, পায়ে জুতাপড়ে বের হয়ে যায়। গায়ের রং ফর্সা, ৩ ফুট ১০ ইঞ্চি উচ্চতা হবে।

মানবিক বিবেচনায় ভারসাম্যহীন মেয়েকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন ইসরাতের পরিবার । সন্ধান পেলে প্রয়োজনে মুফতী কাজী হাবিবের ০১৬১৮৬২৮১৯৯ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করেছেন এলকাবাসী।

ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। মেয়েটির ছবি ইতিমধ্যে আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে সারাদেশে প্রতিটি থানায় প্রেরণ করেছি। মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে খুঁজে পেতে কাজ করছি।

Related Articles

Leave a Reply

Back to top button