sliderরাজনীতিশিরোনাম

এবি পার্টিকে নিবন্ধন দিয়ে ইসির প্রজ্ঞাপন, প্রতীক ঈগল

নিজস্ব প্রতিনিধি: আমার বাংলাদেশ (এবি) পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন নম্বর-৫০। দলটিকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে “ঈগল”।
আজ বুধবার (২১ আগস্ট) নির্বাচন কমিশনের এক পূর্ণাঙ্গ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সন্তুষ্টি প্রকাশ করে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, সব শর্ত মেনে নিবন্ধন চাওয়া হলেও স্বৈরাচারী সরকারের নির্দেশে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। ফলে আমাদের বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হতে হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১০৯১৭/২০২৩ এর বিগত ১৯ আগস্টের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে।
তিনি সারা দেশে এবি পার্টিকে সুসংগঠিত করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button