
সংবাদদাতা : আজ শনিবার সকাল ৯ টা ৩০ মিনিটে ফুলবাড়ি কয়লাখানি নিয়ে আন্দোলনের শহীদদের স্মরণে ফুলবাড়ী দিবস উদযাপিত হয়েছে । সেখানে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধীবাম মোর্চার নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ মিছিল সহকারে ফুলবাড়ী শহীদদের জন্য নির্মিত শহীদ বেদীতে যান এবং জাতীয় কমিটিসহ সকল সংগঠন শহীদ বেদীতে পুষ্প মাল্যঅর্পণ করেন। ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতা ও বাসদ নেতা কমরেড সন্তোষ গুপ্ত, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার দিনাজপুর জেলা নেতা ও নয় গণতান্ত্রিক গণ মোর্চার কেন্দ্রীয় সদস্য আমিনুল হক এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও সাম্যবাদী আন্দোলনের দিনাজপুর জেলা নেতা মনির হোসেন শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সমাবেশ শুরু হয় সমাবেশে বক্তব্য রাখেন তেলকেশ বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ, ফুলবাড়ী সদস্য সচিব সাইফুল ইসলাম জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।