
হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের ছোট বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে আমান উল্লাহ (২৫) নামের এক ইঞ্জিনিয়ার নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে। তিনি চার কিলোমিটার নদীর পাড় রক্ষার কাজে নিয়োজিত এস কে ইমদাদুল হক অ্যাণ্ড জামিল ইকবাল কোম্পানির নিয়োজিত কনসালটেন্ট ফার্মের ডুবুরি টিমে কাজ করতেন।
জানা গেছে, মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্ক ও ডুবুরির যাবতীয় সরঞ্জামসহ তার সহকর্মী ডুবুরি মীর সাজ্জাদ হোসেনকে (৫১) নিয়ে নদীর পানির নিচে যান আমান। তার প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। এখন পর্যন্ত আমান উল্লাহকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, আজকের মতো উদ্ধার তৎপরতা বন্ধ রাখা হয়েছে। ওই ফার্মের ডুবুরি দল ও আরিচা স্থল-কাম নদী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েছে। আগামীকাল আবারো ডুবুরিরা কাজ করবেন। নবাবগঞ্জ, দোহার ও ফরিদপুরসহ আশপাশে পুলিশ স্টেশনগুলোতে মেসেজ পাঠানো হয়েছে।