sliderস্থানীয়

লামায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

ইলিয়াছ সানি,লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সরকারি ও বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর যে গণহত্যা চালিয়েছিল তার চিত্র এবং স্বাধীন বাংলাদেশ অর্জনে বাঙ্গালীদের ভূমিকার কথা তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Back to top button