sliderস্থানীয়

রংপুরে একই সময়ে আ.লীগ-বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে শনিবার (৪ ফেব্রুয়ারি) বিভাগীয় সমাবেশ করে বিএনপি। একই সময়ে পাল্টা শান্তি সমাবেশ করেন রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ। দুটি সমাবেশকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো চোখে পরার মতো। শনিবার দুপুরের আগেই বিভিন্ন ভাবে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির নেতাকর্মীদের এসে জমা হতে দেখা যায়। দুপুরের পরেই দলীয় কার্যালয়ের সামনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপারসের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বিভাগীয় সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবি স্পষ্ট বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আমরা জনগণের প্রয়োজনে মাঠে নেমেছি, দাবি আদায় করেই মাঠ ছাড়বো। আমরা ক্ষমতায় আসলে আইনবিভাগকে আলাদা করা হবে যাতে সকলেই ন্যায় বিচার পায়। তাই আমরা বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় করার লক্ষে জনগনকে নিয়ে মাঠে থাকবো।

অপরদিকে বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একই সময়ে পাবলিক লাইব্রেরি মাঠে শান্তি সমাবেশ করেন রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম(এমপি), সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী, সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সাফুরা। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহবায়ক একেএম ছায়াদাত হোসেন, যুগ্ন আহবায়ক মাজেদ আলী বাবুলসহ দলের বিভিন্ন পর্যায়ের ও অঙ্গ সংগঠনের নেতারা।

কান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত জোট কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি ও সমাবেশকে ঘিরে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে আমরা তা কঠোর হাতে দমন করতে প্রস্তত আছি। শেখ হাসিনার উন্নয়নশীল দেশে কেউ বাঁধা প্রদান করলে তা প্রতিহত করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button