sliderস্থানীয়

বালিয়াডাঙ্গী’র সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও প্রতিিধধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানির সদর দপ্তরের কান্তিভিটা সীমান্তের ওপারে ভারতীয় হাটখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের ৩৯০ মেইন পিলারের ৩ সাব পিলারের নিকট গত ১ নভেম্বর মঙ্গলবার ভোররাতে কোন কারন ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত হাটখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার কান্তিভিটা, বঙ্গোভিটা, সৌলারবন্দর সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে ছুটাছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া কোম্পানির সদর দপ্তর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ফজলুর রহমান, সাংবাদিকদের ঘটনাটি অস্বীকার করে বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এবিষয়ে স্থানীয় পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি রুবেল এলাকাবাসীদের বরাত দিয়ে বিএসএফ’র গুলিবর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত হাটখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোন কারন ছাড়াই গত ১ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টায় বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।

Related Articles

Leave a Reply

Back to top button