sliderশিরোনামশীর্ষ সংবাদ

বনানীর ২২তলা ভবনে আগুন, আটকা পড়েছেন অনেকে

রাজধানীর বনানীতে ২২ তলা একটি ভবনে আগুন লেগেছে। এফ আর টাওয়ার নামে ওই ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।
আজ বৃহস্পতিবার পৌনে ১টার দিকে ভবনটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আট ও নয়তলা থেকে আগুনের সূত্রপাত। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো বলতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের কর্মকর্তা এনায়েত হোসেন জানিয়েছেন শুরুতে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু দুপুর ২টা নাগাদ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


জানা গেছে ভবনটিতে আটকা পড়েছেন অনেকে। ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ফায়ার টিম এবং বিমানবাহিনীর হেলিকপ্টার।
ভবনটিতে বহুজাতিক প্রতিষ্ঠানের একাধিক কার্যালয় আছে। একইসঙ্গে গার্মেন্টের বায়িং হাউজসহ বিভিন্ন কার্যালয় আছে।

Related Articles

Leave a Reply

Back to top button