sliderরাজনীতিশিরোনাম

এপিডিইউর ভাইস চেয়ারম্যান হলেন মির্জা ফখরুল

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) স্থায়ী সদস্যপদ পেয়েছে বিএনপি। সংস্থাটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এপিডিইউর আয়োজিত দুই দিনব্যাপী এক কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে এ তথ্য জানানো হয়।
এ ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা। যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো সংস্থার সদস্য পদের জন্য আবেদন করে থাকে। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান এটি। এ সংস্থার মূল উদ্দেশ্য হলো- বিভিন্ন দেশে গণতন্ত্রের চর্চা ও বিকাশ নিয়ে কাজ করা।’
এপিডিইউর সদস্য হওয়ার জন্য এক বছর আগেই বিএনপি আবেদন করেছিল বলে জানান মির্জা ফখরুল। তিনি জানান, ‘আমরা এত দিন সহযোগী সদস্য ছিলাম। আমাদের পূর্ণ সদস্য করেছে সংগঠনটি।’
বিএনপির মহাসচিব আরো জানান, ‘শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এপিডিইউর চেয়ারম্যান হয়েছেন। ডেপুটি চেয়ারম্যান হয়েছেন নিউজিল্যান্ডের পিটার গুডফেলো। এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন অস্ট্রেলিয়ার ব্রুস এডওয়ার্ডস।’
তিনজন ভাইস চেয়ারম্যানের মধ্যে মির্জা ফখরুল ছাড়া রয়েছেন কানাডার তেনজিন খাংসার ও মালদ্বীপের হাসান লতিফ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার টিবা ম্যাককুইন।
এপিডিইউর এই সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর দলের প্রতিনিধিত্ব করেছেন বলে জানান মির্জা ফখরুল।

Related Articles

Leave a Reply

Back to top button