sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

একরাতে যুক্তরাজ্যের ৫ মসজিদে হাতুড়ি হামলা

যুক্তরাজ্যের বার্মিংহামে একরাতে পাঁচটি মসজিদে হাতুড়ি হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় চালিয়ে মসজিদের জানালা, দরজা ভাঙচুর করে তারা। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার রাতে এসব হামলা হয়।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বার্মিংহামের উইটন রোড ইসলামিক সেন্টারের (মসজিদ) ৭টি জানালা ও দুটি দরজা ভেঙে ফেলেছে। মসজিদটির ইমাম জানিয়েছেন, স্থানীয় সময় রাত দেড়টা থেকে দুইটার মধ্যে এই হামলা হয়।
ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনার পর থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তবে হামলাকারীর উদ্দেশ্য কি ছিলো তা বুঝতে পারছে না পুলিশ। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট ঘটনার তদন্ত শুরু করেছে।
এছাড়া অ্যালবার্ট রোড, বির্চফিল্ড রোড, স্লেড রোড, ব্রোডওয়ে রোডের একটি করে মসজিদে হামলা চালানো হয়েছে। রাত আড়াইটার দিকে বির্চফোল্ড রোডের মসজিদে হামলার খবর পুলিশকে জানানো হয়। রাত সোয়া তিনটার দিকে একই ধরনের হামলা হয় এরডিংটন এলাকার স্লেড রোডের মসজিদে। এরপরই পুলিশ সতর্ক হয়ে সব মসজিদগুলোর কাছে টহল দিতে শুরু করে। এসময় তারা মোট ৫টি মসজিদে হামলার আলামত পায়।
পুলিশের ফরেনসিক বিভাগ হামলাকারীদের ধরতে কাজ শুরু করেছে, সিসিটিভির ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button