
কাউছার আহমেদ,দৌলতপুর প্রতিনিধি: মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়ন এর কালীবাজার চত্বরে সোমবার (১৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারনা করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এস এ জিন্নাহ কবীর।
এসময় তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমান প্রদত্ত ৩১ দফাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কাঠামো সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায়। তরুণ প্রজন্ম ও কৃষক ভাইরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। তিনি আরও বলেন, “এই ৩১ দফার মাধ্যমে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে জনগণের অধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়— বিএনপির এই রূপরেখা সেই পরিবর্তনেরই দিকনির্দেশনা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.লোকমান হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- ফেরদৌস রহমান,দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস,বাংলাদেশ ওলামা দলের সদস্য হাবিবুল্লাহ নোমানী,জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী,দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আব্দুস সালাম,যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম,যুবদল নেতা মো. মোশাররফ হোসেন ও মো. রেজাউল করিম সহ জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ে নেতৃবৃন্দ।




