
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে আগামী ১৯ জানুয়ারি (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বর্তমান ক্ষমতাশীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ।
সেদিন দুপুর আড়াইটায় অনুষ্ঠেয় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।