slider

হোমনা রেহানা মজিদ মহিলা কলেজে নবীনবরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা উপজেলার স্বনামধন্য নারী শিক্ষাপ্রতিষ্ঠান “হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে কলেজ ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠে। প্রথমে কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আবদুল মজিদ, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, অধ্যক্ষ মো. মজিবুর রহমান সহ প্রভাষকবৃন্দ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীগন ফুল দিয়ে নবীনদের বরণ করেন। পরে কলেজ অডিটরিয়ামে কলেজের প্রতিষ্ঠাতা পপি লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা। বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মুহসীন মাসুদ রানা, সহকারি কমিশনার (ভূমি)ইউসুফ হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান। অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক একে এম শাহীন, অভিভাবক মো.আশিকুর রহমান, শিক্ষার্থী ফৌজিয়া মেহজাবিন, আখিনুর আক্তার, নবীন শিক্ষার্থী সামিয়া আক্তার, তামিমা আক্তার মীম, নাহিদা আক্তার, মনিরা, মাকসুদা খাতুন মেধা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক সুলতানা রাজিয়া শিউলী। পরে কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button