
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা থানার পুলিশ প্রশাসন অপরাধ দমনে দিবারাত্রি কঠোর পরিশ্রম করে যখন সাফল্য অর্জন করছে তখনই অপরাধের সাথে সংশ্লিষ্টরা পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সক্রিয় হয়ে উঠেছে।
মাদক, জুয়া, ধর্ষণ, ইভটিজিং, নারী নির্যাতন রোধে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বরাবরই পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক সকল অপরাধ দমনে সার্বক্ষণিক কাজ করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করে যাচ্ছেন তখনই অপরাধী চক্রের লোকজন সহজ অপকৌশলে মেতে উঠেছে। সম্প্রতি ইয়াবার একটি বিশাল চালান পুলিশ আটক করে ব্যাপক প্রশংসা অর্জন করে। প্রাইভেটকারে করে ১৫ হাজার ৬ শ পিসের চালানটি মেঘনা থানায় প্রবেশের আগেই হোমনা- মেঘনা সড়কের মাথাভাঙা ইউনিয়নের সাদ্দাম বাজার এলাকায় হোমনা পুলিশের তল্লাশি টিম প্রাইভেট গাড়িটি চ্যালেঞ্জ করলে গাড়িটি পেছনে ঘুরাতে গিয়ে খাদে পরে যায়, এসময় চালক সহ অন্যরা পালিয়ে যায়। কিন্তু গাড়ি উদ্ধার ও তল্লাশি করে এতে ১৫ হাজার ৬শ পিস ইয়াবা পাওয়া যায়। পরে এগুলো আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ইভটিজিং, নারী নির্যাতন, জুয়া, চোরাকারবারি সহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় এবং কড়া নজরদারি রাখায় তারা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
এসব অপরাধীদের কঠোর হস্তে দমন করে সর্বসাধারণের শান্তি ও স্বস্তি বজায় রাখতে পুলিশ সুপারের প্রতি অনুরোধ করেছে এলাকার অসংখ্য নিরীহ মানুষ।