sliderস্থানীয়

হৃদরোগ ও লিভারের রোগে আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আকুতি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : পৌর শহরের সরকারপাড়ার বাসিন্দা মোছা: ডলি বেগম (৪০) হৃদরোগ ও লিভারের রোগে আক্রান্ত। খুবই জরুরী ভিত্তিতে তার হার্টে রিং পরানোর পরমর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এছাড়াও তিনি প্রায় সাড়ে ৪ বছর ধরে লিভারের সমস্যায় ভুগছেন। ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: মো: রেজাউল করিম শিপলু জানিয়েছেন, খুবই দ্রুত সময়ে তার হার্টে রিং পড়ানো প্রয়োজন। এতে কমপক্ষে ৪-৫ লাখ টাকার প্রয়োজন হতে পারে। সরকারপাড়া সমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকার বাসিন্দা ডলি বেগমের স্বামী মিন্টু সরকার পেশায় একজন অটো রিক্সা চালক। পরিবারের সদস্য সংখ্যা ৪ জন। বড় মেয়ে ৯ম শ্রেণী এবং ছোট মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। ইতিমধ্যেই স্ত্রীর চিকিৎসায় সর্বশান্ত হয়ে মেয়েদের স্কুলের বইই পর্যন্ত কিনতে পারেননি। পরিবারের লোকজন প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা নীরিক্ষা করাতে গিয়ে সর্বশান্ত। ডলি বেগমের স্বামী মিন্টু সরকার বলেন, আমি অটো রিক্সা চালিয়ে সামান্য কিছু আয় করে সংসার খরচের পাশাপাশি মেয়েদের পড়াশুনা চালিয়ে আসছিলাম। স্ত্রীর অসুস্থতা বেড়ে যাওয়ার পর চিকিৎসা করাতে গিয়ে বর্তমানে সর্বশান্ত। চিকিৎসকেরা খুব দ্রুত সময়ে হার্টে রিং পরানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার পক্ষে সামান্যতম চিকিৎসা করার মত সামর্থ্য নেই। তার চিকিৎসায় প্রতিবেশী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতা কামনা করছি। আমার স্ত্রীকে বাঁচাতে অনুগ্রহ করে যে যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার প্রদান করুন। বিকাশ নাম্বার : ০১৭৫১-৩৬৭৬২৩ এর মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা যাবে। এছাড়াও পূবালী ব্যাংক লি: ঠাকুরগাঁও শাখার হিসাব নং-১৯৮৩৭১ (মো: মিন্টু) এবং উত্তরা ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঠাকুরগাঁও শাখার সঞ্চয়ী হিসাব নং-৭৯৩৫ (হিসাবের নাম : মোছা: ডলি) এর মাধ্যমেও আর্থিক সহযোগিতা পাঠানো যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button