sliderআন্তর্জাতিক সংবাদ

হিলারিকে ছাড়িয়ে গেলেন ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে জনমত জরিপে এগিয়ে গেছেন বলে জানা গেছে। নতুন এ জরিপে ট্রাম্প হিলারির চেয়ে জনপ্রিয়তায় সামান্য এগিয়ে গেছেন।
এর মাধ্যমে গত কয়েক মাস ধরে নির্বাচনের মাঠে হিলারির যে একক প্রভাব ছিলো তার অবসান ঘটতে যাচ্ছে বলে ধারনা করছেন নির্বাচন বিশ্লেষকরা।
রেড ওক স্ট্র্যাটেজিক নামের একটি প্রতিষ্ঠানের পরিচালিত নতুন এক জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন। জরিপে দেখা যায়, ট্রাম্প শতকরা ৩৫ ভাগ জনমত পেয়েছেন এবং হিলারি পেয়েছেন ৩৩ ভাগ জনসমর্থন।
আমেরিকাতে এখন প্রায় প্রতিদিনই হিলারি ও ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে জরিপ পরিচালিত হচ্ছে। এর আগে ব্লুমবার্গ পলিটিক্সের নেওয়া একটি জরিপে হিলারিকে ট্রাম্পের চেয়ে বিপুল ব্যবধানে আগানো দেখানো হয়েছে।
ওই জরিপে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিনটন ১২ পয়েন্ট এগিয়ে রয়েছেন। জরিপে ৪৯ শতাংশ মানুষ হিলারির পক্ষে সমর্থন দেন। অপর দিকে মাত্র ৩৭ শতাংশ মানুষ ট্রাম্পকে সমর্থন করেন।
ব্লুমবার্গ পলিটিক্সের নেওয়া অন্য একটি জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার গুরুত্বপূর্ণ ১১টি অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button