sliderস্থানিয়

হারাগাছে প্রয়াত নেতা আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

রতন রায়হান, রংপুর: রংপুরের গণমানুষের নেতা, জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্মরণে গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে হারাগাছ পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ স্মরণসভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিঠু এবং রংপুর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মোঃ লিটন পারভেজ।

সভায় সভাপতিত্ব করেন হারাগাছ পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপির সদস্য মোনায়েম হোসেন ফারুক এবং অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু। বক্তারা প্রয়াত আনিছুর রহমান লাকুর রাজনৈতিক আদর্শ, সততা ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করে বলেন, লাকু ভাই ছিলেন রংপুর বিএনপির প্রাণ, এক নিঃস্বার্থ ও সাহসী জননেতা যিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছিলেন। সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু বলেন, লাকু ভাই আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছেন, মতবিরোধ দূর করে ঐক্যের বার্তা দিয়েছেন। তাঁর মত সৎ, পরিশ্রমী ও বিনয়ী নেতা পাওয়া আমাদের গর্বের বিষয়। আমরা তাঁর দেখানো পথে থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করব।

পৌর বিএনপি’র সভাপতি মোনায়েম হোসেন ফারুক বলেন, লাকু ভাই ছিলেন সত্যিকারের জননেতা। তিনি দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং দলের ভিতরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে অনন্য ভূমিকা রেখেছেন।

প্রধান অতিথি মোঃ সাইফুল ইসলাম বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুর বিএনপির শক্তি ও প্রেরণার স্তম্ভ। তিনি কখনো ব্যক্তিস্বার্থে রাজনীতি করেননি, বরং দল ও গণমানুষের স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তাঁর অকাল মৃত্যু রংপুর জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। বক্তারা একবাক্যে বলেন, লাকু ভাইয়ের মতো নিবেদিতপ্রাণ, মানবিক ও সদালাপী নেতা খুব কমই দেখা যায়। তিনি ছিলেন একজন আদর্শবান সংগঠক, যাঁর রাজনীতি ছিল জনগণের কল্যাণে নিবেদিত। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা মরহুম আনিছুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তাঁর রাজনৈতিক জীবন, আদর্শ, ত্যাগ ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, তাঁর আদর্শ আমাদের প্রেরণা হয়ে থাকবে, এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button