sliderস্থানীয়

হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্ম বার্ষিকী পালিত

মোঃ হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া প্রতিনিধি : হাতিয়ায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে হাতিয়া উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।শুক্রবার (১৭ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো। এর আগে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াখালী-৬ (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌসের এমপি উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, পুস্পস্তবক অর্পন করেন, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, হাতিয়া প্রেস ক্লাব, হাতিয়া পৌরসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু, হাতিয়া সহকারী কমিশনার ভূমি গোলাম সরওয়ার, হাতিয়া থানার ওসি আমির হোসেন, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়দুল্লাহ বিপ্লব,হাতিয়া যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ,হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহিউদ্দিন মুহিন, হাতিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার প্রমুখ। সকালে পরিষদ চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও পুরষ্কার বিতরণ করা হয়। বিকেলে উপজেলা পরিষদ বিজয় মঞ্চ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছ।

Related Articles

Leave a Reply

Back to top button