জ.ই.আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়নে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা পরিষদের আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ ইউনিটের সহযোগিতায় প্রায় ২শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (চাদর ও কম্বল) বিতরণ করা হয়।
৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মানিকগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ইঞ্জিঃ সালাম চৌধুরী, সদস্য শামীমা আক্তার চায়না, কাঞ্চনপুর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক প্রমুখ।