sliderস্থানীয়

সোনাগাজীতে ইউপি চেয়ারম্যানের ধমকে স্ট্রোক করে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ফেনী প্রতিনিধি : সোনাগাজীর ২নং বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকনের ধমকে আবু তাহের (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন বৃদ্ধের পরিবার।আবু তাহের ওই ইউনিয়নের বাদুরিয়া গ্রামের আলেকী বাপের বাড়ির মৃত আব্দুস ছাত্তার এর ছেলে।
বৃদ্ধের ছেলে মো: রাসেল,জেঠাত ভাই খায়ের আহমদ,জাকির হোসেন,ফুফাত ভাই মাহবুবুল হক এর সাথে কথা বলে জানা যায় বৃদ্ধের পুত্র প্রবাসী আবু ইউসুফ এর সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয় পার্শ্ববর্তী ইছাপুর গ্রামের মো: ওমর ফারুকের মেয়ে আইরিন আক্তারের সাথে।বিয়ের কয়েকমাস পর আবু ইউসুফ আবারও প্রবাসে পাড়ি জমান।এই সুযোগে তার স্ত্রী পূর্বের প্রেমিক কামরুল ইসলাম পিতা: মফিজ (তুফান মফিজ) এর সাথে সখ্যতা গড়ে তুলে।
চলতি বছরের ২৩ জানুয়ারি তার বাপের বাড়ী থেকে প্রেমিক কামরুলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন প্রবাসী ইউসুফের স্ত্রী।পালিয়ে যাওয়ার সময় স্বামীর দেয়া কানের দুল,গলার চেইন,আংটি সহ আনুমানিক ৫ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট নিয়ে যায়।
বৃদ্ধার ছেলে মো: রাসেল জানান পরবর্তীতে আইরিন তার ভাই ইউসুফের নিকট থেকে কাবিনের টাকা দাবি করে। এর প্রেক্ষিতে গত ২৬ নভেম্বর তারিখ দুপুর ১২টার সময় ইউনিয়ন পরিষদ অফিসে বৈঠক হয়।এসময় ছেলের পক্ষে সমাজ কমিটির সাধারন সম্পাদক নুর নবী,আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন। এবং মেয়ের পক্ষে চেয়ারম্যান খোকন, তার পিতা ওমর ফারুক ও তার প্রেমিক উপস্থিত ছিল।
রাসেল আরও জানান, তাদের সাথে কোন প্রকার আলোচনা না করেই চেয়ারম্যান খোকন কাবিন বাবদ ২লক্ষ টাকা দিতে হবে এমন সিদ্ধান্ত দেন। এই টাকা পরিশোধ করতে তার বাবাকে প্রথমে ৩দিন ও পরে ৭দিনের সময় দিয়ে ধমকাতে থাকেন। তখন থেকে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তার বাবা। পরে রাত্রে স্ট্রোক করে মারা যান তিনি। ২৭ নভেম্বর বিকেলে বৃদ্ধ আবু তাহেরের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
চেয়ারম্যান ইছহাক খোকন শালিশী বৈঠকে বৃদ্ধ আবু তাহের এর উপস্থিতি ও ধমকের বিষয়টি অস্বীকার করেন। এবং তিনি বলেন, আবু তাহের এর অনুরোধে আমি তার পুত্রবধূর সাথে সৃষ্ঠ বিরোধ মিমাংশের লক্ষ্যে পল্লী আদালতের মাধ্যমে ডিবোর্স এর বিষয়ে এবং কাবিন এর লেনদেনের বিষয়ে উভয় পক্ষের মানীত ব্যক্তিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই। ২৭ নভেম্বর আমি আবু তাহেরের মৃত্যুর সংবাদ শুনে তার বাড়ীতে ছুটে যাই এবং সার্বিক খোঁজ-খবর নিই।

Related Articles

Leave a Reply

Back to top button