sliderজাতীয়শিরোনাম

সুস্থ হলেন করোনায় আক্রান্ত আরো ১৬১ পুলিশ সদস্য

করোনায় আক্রান্ত হওয়া আরো ১৬১ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তারা বুধবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (প্রশাসন) সোহেল রানা।
এআইজি সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের কভিড-১৯ পরীক্ষা করে পরপর দুবারই রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা তাদের সুস্থ ঘোষণা করেন। হাসপাতাল ছাড়ার অনুমতি দেন। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের হাসপাতাল কর্তৃপক্ষ মাস্ক দেয় এবং তাদেরকে ফুল দিয়ে আন্তরিক বিদায় জানায়।
তিনি বলেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ এর নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সূত্র জানায়, ইতিমধ্যে ১ হাজার ২৮৭ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আবার কাজে যোগ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button