নাটোর প্রতিনিধি : স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানে নেমেছে সিংড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
সোমবার বিকেলে সিংড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান এর নেতৃত্বে পৌর শহরের আনোয়ার হোসেন চক্ষু হাসপাতালে অভিযান পরিচালনা করে অনুমোদনের কোনো কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়।
এসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিল্যান্ড মো. আল ইমরান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অবৈধ ক্লিনিক, হাসপাতাল সিলগালা করে দেয়া হচ্ছে। সবগুলো অবৈধ ক্লিনিক বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।