sliderঅপরাধশিরোনাম

সাহাবুদ্দিন মেডিকেলের সহকারী পরিচালকসহ আটক ৩

করোনার ভুয়া রিপোর্ট তৈরি, অনুমতি ছাড়াই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আবুল হাসনাতসহ তিন জনকে আটক করেছে র‍্যাব।
আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে মেডিকেল কলেজ হাসপাতালটিতে অভিযান চালায় র‍্যাব।
র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। হাসপাতালটিতে সরকারি অনুমোদন না থাকার পরও র‍্যাপিড টেস্ট কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা হতো। এছাড়াও সেখানে আরটিপিসিআর মেশিন পাওয়া যায়নি, পরীক্ষা ছাড়া ভুয়া রিপোর্ট তৈরি, করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তির অনিয়ম পাওয়া গেছে।
তিনি আরও বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রায় ১০ বছর আগের মেয়াদোত্তীর্ণ মেডিকেল সামগ্রী ও ওষুধ পাওয়া গেছে। এছাড়াও অনুমোদনহীন ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধও পাওয়া গেছে।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও।
এর আগে গত ১২ জুলাই সাহাবুদ্দিন মেডিকেলসহ ৫টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কোভিড-১৯ পরীক্ষা করার অনুমতি বাতিল করা হয়। পিসিআর ল্যাব না থাকা এবং গত সপ্তাহ পর্যন্ত পরীক্ষার প্রক্রিয়া শুরু না করায় স্বাস্থ্য অধিদপ্তর এই অনুমোদন বাতিল করে। সুত্র : ডেইলি স্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button