
বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুন সরকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিনয় কুমার চাকীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মো. শওকত আকবর, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আবু ছায়েম মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক স্তরের শিক্ষকদের পক্ষে সভায় বক্তব্য রাখেন,পুরুরা স:প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কর,জয়ঝাপ স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার তালুকদার, ইউসুফদিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান।
মাধ্যমিক স্তরের শিক্ষকদের পক্ষে সভায় বক্তব্য রাখেন, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কাদের মিয়া, নারানদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস।
প্রাথমিক স্তরের শিক্ষকদের পক্ষে সভায় বক্তারা বক্তব্য বলেন, আমরা দেশের তৃতীয় শ্রেণির শিক্ষক। আমাদের থেকে এদেশের কোমলমতি শিশুরা প্রথম শিক্ষা জীবন শুরু করে। আমরা ওদের মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকি। বক্তারা আরও বলেন, আমাদের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন করার জন্য জোর দাবী জানাই। সেই সাথে আমাদের যোগ্য সম্মান ও বেতন বৃদ্ধি করতে হবে।
মাধ্যমিক স্তরের শিক্ষকদের পক্ষে সভায় বক্তারা বক্তব্য বলেন, আমরা জাতির বিবেক আমরা শিক্ষার গুরু আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের কাজ প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মত মানুষ গড়ে তোলা। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্বকে জয় করতে পারে। বক্তারা আরও বলেন, আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যদা ও আর্থিক সুবিধা দিতে হবে। সেইসাথে আমাদের প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড ও সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড বাস্তবায়ন করতে হবে। এছাড়াও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ করতে হবে।




