সাভার (ঢাকা)প্রতিনিধি: সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ (১ম সংশোধিত) প্রকল্পের পোল্ট্রি রিসার্চ সেন্টারের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী র্যালি, সেমিনার, আলোচনা সভা মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচিতে এ দিবসটি পালিত হয়। দিনের শুরুতে পোট্রি রিসার্চ সেন্টার হতে র্যালি শুরু হয়ে বিএলআরআই মূল ভবন গিয়ে শেষ হয়।
পরে বিএলআরআই কনফারেন্স হলে বেলা ১১টার সময় মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএসও ও দফতর প্রধান (রু.দা) পোল্ট্রি রিসার্চ সেন্টার এবং প্রকল্প পরিচালক ড. মো: সাজেদুল করিম সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব আমেনা বেগম ও বিসিএস লাইভস্টক অ্যাকাডেমি সাভারের পরিচালক মো: শাহজামান খান।
মূল প্রবন্ধের ওপর আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট পোল্ট্রি বিশেষজ্ঞ ও সাবেক মহাপরিচালক ড. কাজী মো: এমদাদুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএলআরআইয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক, গবেষণা (রু.দা) ড. নাসরিন সুলতানা।
উল্লেখ্য, অনুষ্ঠানটি পিআরসি, বিএলআরআই সাভারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকতা ড. শাকিলা ফারুকের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারের আলোচনা সভা শেষ হয়। ডিম দিবসের এ বছরের স্লোগান ছিল ডিমের দ্বারা একতাবদ্ধ। বক্তরা ডিমের নানাবিদ পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন। বিকেল ৪টায় মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।