sliderস্থানীয়

সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌছে দিতে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে “নৌকার তরে নারীকূলের আনন্দ উৎসব” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকেলে জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের নীলগাঁও এলাকার নীলগাঁও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুুষ্ঠিত হয়।

সাবেক হরিপুর উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য চন্দ্রমোহন দাস মন্টুর সভাপতিত্বে ঠাকুরগাঁও ২ আসনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ডাকসু সদস্য ও ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধান, হরিপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক খোকন শর্মা সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button