যে সব নারী গর্ভবতী এবং যারা সন্তানদের স্তন্যপান করাচ্ছে তাদের কোভ্যাকসিনের ডোজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ভারত বায়োটেক৷ মঙ্গলবার কোম্পানিটির পক্ষ থেকে এমনটি বলা হয়।
ভারত বায়োটেকের পক্ষ থেকে আরো বলা হয়, যাদের জ্বর রয়েছে বা রক্তপাতজনিত সমস্যা রয়েছে তাঁদেরও এই ভ্যাকসিন নিতে পারবে না৷
এছাড়া ভারত বায়োটেকের ফ্যাক্টশিটে লেখা হয়েছে, যদি কারওর অতীতে কোনও অ্যালার্জিঘটিত সমস্যা হয়ে থাকে, তাহলে এই ভ্যাকসিন এড়িয়ে যাওয়াই ভাল।
সেখানে আরো বলা হয়েছে, এখনও ভ্যাকসিনের তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল কার্যকারিতা প্রসঙ্গে স্পষ্ট কোনও তথ্য প্রমাণ এসে পৌঁছায়নি বলে জানিয়েছে ভারত বায়োটেক৷