sliderস্থানীয়

সখীপুরে বসতবাড়িতে আগুন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার কুতুবপুর বাজারের উত্তর পাশে হায়দার আলীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

এতে একটি ঘর, ঘরের আসবাবসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর বেলায় আকস্মিকভাবে থাকার ঘরে আগুন লাগে। নিজেরাই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হলে প্রতিবেশীদের ডাকাডাকি করে। স্থানীয়রা আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়।

উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মাহবুব তরফদার বলেন, প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

Related Articles

Leave a Reply

Back to top button