sliderস্থানীয়

শেরপুরে হরিণধরা উচ্চ বিদ‍্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর সদর উপজেলার হরিণধরা উচ্চ বিদ‍্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে এডহক কমিটির সভাপতি সফিকুল ইসলাম মুক্তার সভাপতিত্বে মিটিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবুল সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম মুক্তাকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন।

এসময় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পাশাপাশি বিদ‍্যালয়ের সকল সমস্যা সমাধান করার জন্য তাঁর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সহকারি শিক্ষক মামুনুর রশীদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম বাবুল, সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষানুরাগী মোঃ জাবেদ আলী আকন্দ, শিক্ষক প্রতিনিধি আনিসুর রহমান বিএসসি, বতর্মান মেম্বার জালাল উদ্দিন আকন্দ, সমাজ সেবক আলী আহাম্মদ নদ, আঃ করিম সরকার, ছামিদুল ইসলাম সহ অনেকে।

এসময় বক্তারা, সাবেক কমিটির ভূলুণ্ঠিত কর্মকাণ্ডের ব‍্যাপক সমালোচনা করে বর্তমান এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ বিদ‍্যালয়ের উন্নয়ন ও শিক্ষার গুণগত মানোন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button