sliderস্থানিয়

শিবগঞ্জে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২৪ জনকে সংবর্ধণা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে স্বপ্নসারর্থি গ্র্যাজুয়েশন সংবর্ধণা দেয়া হয়েছে ২৪ স্বপ্নসারর্থিকে। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সম্মলেন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা কর্মসূচি সহায়তায় সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজহার আলীর সভাপত্বিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ শাহিন আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হাসান খান, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা রফিক, শিবগঞ্জ রসুলপুরস্থ ব্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা সহায়তা কর্মসূচি (সেল্প)’র অফিসার মোঃ আব্দুল আউয়াল ও মোঃ মাজিদুর রহমান (সোহেল) অন্যরা।

সংবর্ধণা অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতা আইনি সুরক্ষা সহায়তা কর্মসূচি (সেল্প)’র কর্মকর্তা মোঃ মাজিদুর রহমান (সোহেল) বলেন, শিবগঞ্জ উপজেলার ৪ ইউনিয়নের দশটি স্বপ্নসারথি দলে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের জীবন-দক্ষতা সেশন পরিচালনা করা হয় । এই দলের ২৪ স্বপ্নসারথি ১৮ বছর পার করে নিজেকে বাল্যবিয়ে মুক্ত করতে পারায় জাতীয় কন্যা শিশু দিবসে স্বপ্নসারথি কিশোরীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ অত্র এলাকার কন্যা শিশু ও তার অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button