sliderস্থানিয়

“শিক্ষার্থীদের আস্থা অর্জনই ছাত্র সংসদে বিজয়ের মূল রহস্য” – শিবির সভাপতি জাহিদ

মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,“বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শিবিরের বিজয়ের প্রথম রহস্যই হলো মহান আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর এসেছে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস।”

সোমবার ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘ইসলামী ছাত্র শিবির’ এর ঝালকাঠি জেলা কমিটির উপশাখার দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন,“সংগঠনটি শিক্ষার্থীদের আকাঙ্খা ও মানসিকতা বোঝার চেষ্টা করেছে, তাদের পাশে থেকেছে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছে।” জাহিদুল ইসলাম আরও বলেন,“৫ আগস্টের পর একটা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। ছাত্র-ছাত্রীরা কেমন বাংলাদেশ দেখতে চায়? সে অনুযায়ী কেমন ক্যাম্পাস চায়, কেমন বাংলাদেশ চায়? আমরা তাদের সাইকোলজি বুঝতে চেয়েছি। আমাদের লক্ষ্য শুধু ভোট নয়, শিক্ষার্থীদের আদর্শিক পুনর্জাগরণ। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে একটি আদর্শিক সমাজ গঠনে কাজ করছে। সেই অনুযায়ী আমরা তখন থেকেই কাজ করে যাচ্ছি। সে কারনেই শিক্ষাথীরা আমাদের উপর আস্থা রেখেছে। শিবির বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ইশতেহার তৈরি করা হয়েছে এবং নির্বাচনের পরও সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলনই হবে প্রকৃত বিজয়, আর সেই লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। আগামী ৩ মাসের মধ্যে আমাদের প্রতিশ্রæতিগুলো বাস্তবায়ন করবো। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যলয়ে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আগামী দিনগুলোতেও ছাত্র সংসদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন,“আমাদের বিজয়ের রহস্য কোনো কৌশলের নয়, শিক্ষার্থীদের মন ও মস্তিষ্ক বোঝার চেষ্টাতেই এসেছে বিজয় সর্বোপরি আল্লাহর ইচ্ছা। ছাত্র সমাজের আস্থা অর্জন করেই বিজয়ের পর আমরা আজ বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তনের নতুন ধারা শুরু করেছি। শিক্ষার্থীদের আস্থাই আমাদের প্রকৃত শক্তি।” ‎তিনি আরও বলেন,“শিক্ষার্থীরা আজ হতাশা, অনিশ্চয়তা ও আদর্শহীনতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা তাদের মানসিকতা ও প্রত্যাশা বুঝে পথ দেখাতে চেয়েছি। যে সংগঠন শিক্ষার্থীর পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত নেতৃত্ব অর্জন করে। ইসলামী আদর্শের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে- এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা কেবল একটি সংগঠন নয়, বরং এক বিশ্বাসের আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইসলামী ছাত্রশিবিরের মূল চেতনা। ঐতিহাসিকভাবেই ইসলামী সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। যারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, তারাই নিপীড়নের শিকার হয়। অতীতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে দাড়ি, টুপি দেখলেই হামলা-মামলার শিকার হতে হয়েছে। সেই আওয়ামী লীগ এখন জনতার রোষে ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে নতুন কিছু গোষ্ঠী এখনো ইসলামী চেতনা দমন করার চেষ্টা করছে।”
‎তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে একটি আন্দোলন। ইসলামী মূল্যবোধের ধারা অব্যাহত রাখাই আমাদের অঙ্গীকার। আদর্শিক চেতনার দিক থেকেই আমরা সবার থেকে আলাদা।”

ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিবির নেতা, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, সাবেক জেলা সভাপতি এডভোকেট বিএম আমিনুল ইসলাম প্রমুখ।‎

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button