sliderস্থানীয়

লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে গ্রেফতার ৫

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে কনটেন্ট বিক্রি করার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। শনিবার বিকাল ৫ থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, উপজেলার নাগশোষা গ্রামের রাধেশ শ্যামের ছেলে রাজ কুমার (২৬), মোহরকয়া বাঙ্গাপাড়া গ্রামের ইলাহী বক্সের ছেলে আয়নাল হক (২৪), নওপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম বাবু (২৬), চাঁদ আলী সরকারের ছেলে হোসাইন (২৬) ও হাসান (৩২)।
র‌্যাব জানায়, র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের যৌথ নের্তৃত্বে লালপুর উপজেলার বিলমাড়িয়া ও নওপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও শিক্ষার্থীদের কাছে বিক্রয়ের দায়ে ওই ৫জনকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button