sliderস্থানিয়

রৌমারী সীমান্তে ভারতীয় মদ আটক

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ৪৫ বোতল মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্ত এলাকা থেকে এসব মাদক আটক করা হয়।

বুধবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় মঙ্গলবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-১০-টি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুন্দুরচর নামক এলাকায় অভিযান চালায় ইজলামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ৪৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

পরে জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় জিডি করে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ। তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button